“শীত এলো “

অধ্যাপক মুকুন্দ মণ্ডল শীত এলো খুব কষে সময়ের স্রোতে, মনে মনে সবে যেন গরমের ব্রতে। কুয়াশার মশারিটা এখনো জড়িয়ে,, মাঠে-ঘাটে রাতভর দেয় সে ছড়িয়ে। হিমবায়ে জড়োসড়ো কম্বল মুড়িয়ে, খোকা খুকু দেয় ঘুম পাতা যে পুড়িয়ে। চিড়ে খই পিঠে পুলি ঘরেতে সাজানো, সুখে যেন গলা ভরা গান যে বাজানো।